মঙ্গলবার বিকেলে পৌর শহরের মাদ্রাসা রোডের অস্থায়ী কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার,
বিএনপি নেতা খোরশেদ আলম,আঃসালাম ব্যাপারী, মোঃ শাহজাহান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, মহিলা দলের নেত্রী বেবী রহমান, দুলি সরদার সহ স্থানীয় নেতা কর্মী।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাই তাকে স্বাগত জানাতে ঢাকায় ছুটে যাবেন পৌর বিএনপির নেতা-কর্মীরা।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে শতশত নেতা-কর্মীরা ২৪ ডিসেম্বর ঢাকার পথে রওনা হবেন। আর নেতা-কর্মীদের যাতায়াতেরও সকল ব্যবস্থা করেছেন পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল ও পথসভা করেছে পৌর বিএনপি।..
Không có bình luận nào được tìm thấy



















