অস্ট্রেলিয়ার মেলবোর্নে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) মেলবোর্ন বিএনপির উদ্যোগে ল্যাভারটন কমিউনিটি হাবে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, রাজনৈতিক কর্মী এবং বিএনপির সমর্থকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগ ও অবদান নিয়ে আলোচনা করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি ২০২৩ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।
বক্তৃতায় উঠে এলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলবোর্ন বিএনপির নেতা তৌহিদ পাটোয়ারী ও সামসুল আরেফিন বিপুল। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আলোকপাত করেন। বিশিষ্ট চিকিৎসক ড. শরিয়ার ফেরদৌস তার বক্তব্যে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের জনগণের অধিকার পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের অঙ্গীকার
অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি কায়াস মাহমুদ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে। অবকাঠামোগত বিপ্লব এবং জনগণের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে দেশ একটি মানবিক, সুশাসিত ও আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। তার দূরদর্শী নেতৃত্বে অর্থনীতি, কৃষি, শিল্প এবং সেবা খাত দ্রুত অগ্রসর হবে। নতুন কর্মসংস্থান ও উন্নত জীবনের সুযোগ সৃষ্টি হবে।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ নেতা নির্বাচন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে।”
গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলবোর্ন বিএনপির প্রতিষ্ঠাতা জালাল আহমেদ কুমু। তিনি তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মোহাম্মদ। শেষে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নে, তারেক রহমানের নেতৃত্বে এক নতুন অধ্যায় অপেক্ষমাণ।
Ingen kommentarer fundet



















