close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তারেক রহমানের আগমন উপলক্ষে রাণীশংকৈলে যুবদলের আনন্দ মিছিল..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা ও পৌ..

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার রাতে পৌর শহরের কলেজ মোড় এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আল মিঠু। এছাড়া পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলীসহ উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার ও সাংগঠনিক সম্পাদক আওলাদ অংশ নেন।

 

পৌর যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার। এ সময় বিপুলসংখ্যক যুবদল কর্মী-সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন।

 

নেতারা তাদের বক্তব্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন উদ্যমে সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রভাগে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator