তারেক রহমানের আগমন উপলক্ষে ফেনীতে বিএনপির প্রস্তুতি সভা..

Monsur Alam avatar   
Monsur Alam
তারেক রহমানের আগমন উপলক্ষে ফেনীতে বিএনপির প্রস্তুতি সভা

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি জয়নাল। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু, এডভোকেট শাহানা আক্তার শানু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান বকুল, জেলা মহিলা দলের সভাপতি ডেইজি, জেলা যুবদলের সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী ২৫ জানুয়ারির কর্মসূচিকে জনসমুদ্রে পরিণত করতে হবে। ফেনী যে বিএনপির শক্ত ঘাঁটি—তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রমাণ করতে হবে। তারা আরও বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ মাঠে নেই—এমন ধারণা করে বসে থাকলে চলবে না। ২০০৮ সালের মতো পরিস্থিতি তৈরি হয়েছে মনে করার সুযোগ নেই।
বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator