close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

টাঙ্গুয়ার হাওরে গাঁ জা সে ব ন , ৫ পর্যটকের কা রা দ ণ্ড

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খলতায় পাঁচ তরুণ পর্যটককে মোবাইল কোর্টে পাঁচ দিনের জেল ও জরিমানা। ইউএনও বললেন, হাওরে শৃঙ্খলা ভাঙলেই কঠোর ব্যবস্থা।..

সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গুয়ার হাওর—যেখানে মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে যায়, সেখানেই পাঁচ তরুণ পর্যটক গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণে জড়িত হয়ে পড়েন শাস্তির মুখে। বুধবার (২৫ জুন) রাতে হাওরের মধ্যনগর অঞ্চলের একটি হাউসবোটে চালানো ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

দণ্ডিতরা হলেন—তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন এবং আহমেদ মাহফুজ। তাদের প্রত্যেককেই পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ইউএনও উজ্জ্বল রায় জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রাতেই তিনি হাওরের একটি হাউসবোটে অভিযান পরিচালনা করেন। সেখানে গিয়ে তিনি দেখেন, পাঁচ তরুণ মাদক সেবনে মত্ত এবং আশপাশের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের শিক্ষার্থী বলে পরিচয় দেন এবং অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেন। তবে দুঃখ প্রকাশ করলেও অপরাধের দায় এড়াতে পারেননি।তারা দুঃখ প্রকাশ করলেও আইন ভাঙার কারণে প্রত্যেককে পাঁচ দিনের জেল ও অর্থদণ্ড দেওয়া হয়,” বলেন ইউএনও।

তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওর একটি সংরক্ষিত এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এখানে মাদক, অপরাধ বা কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। ভবিষ্যতে এমন অপতৎপরতা রোধে আরও কঠোর অভিযান চলবে।

বাংলাদেশে হাওর এলাকা এক গুরুত্বপূর্ণ ইকো-ট্যুরিজম জোন হিসেবে পরিচিত হলেও, সেখানে মাদক সেবনের মতো ঘটনা এই সুন্দর প্রাকৃতিক এলাকার পরিবেশ ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। বিশেষ করে শিক্ষার্থী পরিচয়ের তরুণদের এ ধরনের কর্মকাণ্ড সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এমন তৎপরতা নিয়মিত হলে হাওরভিত্তিক অপরাধ কমবে। পাশাপাশি পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখবে।

ইউএনও উজ্জ্বল রায় বলেন,টাঙ্গুয়ার হাওর শুধু ভ্রমণের জায়গা নয়, এটি আমাদের পরিবেশগত সম্পদ। এখানে কেউ যদি মাদকের মতো ঘৃণ্য কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবিষ্যতেও এ ধরনের আচরণ কঠোর নজরদারিতে রাখা হবে বলে জানান তিনি।

প্রকৃতির মাঝে মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে গিয়ে যদি কেউ শৃঙ্খলার সীমা লঙ্ঘন করে, তবে তার পরিণতি যে খুব একটা ভালো হয় না—টাঙ্গুয়ার হাওরের এই পাঁচ তরুণ পর্যটকের ঘটনা সেটারই জলজ্যান্ত উদাহরণ।

সরকার এবং প্রশাসনের এ ধরনের পদক্ষেপ শুধু পর্যটনের নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং তরুণদের সচেতন করতেও বড় ভূমিকা রাখবে।

No comments found


News Card Generator