টাঙ্গাইলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—একজন বাবা ও তার দুই ছেলে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, "ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানো হয়েছে।"
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি মহাসড়কের পাশে থেমে ছিল এবং ধাক্কা মারার সময় মাইক্রোবাসটি দ্রুতগতিতে চলছিল। পুলিশ দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।