close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তামিম ইকবালের সংবাদ সম্মেলনের কারণে দেশের ক্রিকেট নিয়ে হাস্যরস..

Rakib Hasan avatar   
Rakib Hasan
তামিম ইকবালের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে, দেশের ক্রিকেট আরো নিচে নামলো। জুনিয়র খেলোয়াড়ের সাজাকে কেন্দ্র করে তামিম যে ভাবে সব খেলোয়াড়কে একসাথে জড়ো করলেন, তা সাধারণ ক্রিকেট প্রেমি ভক্ত ভালো চোখে দেখ..

ক্রিকেটের এতো অধপতন হবে, এদেশের মানুষ ভাবেওনি। সভাপতি ফারুক আহমেদ এফডিআর করে প্রায় ২৪০ কোটি টাকা কারো সাথে পরামর্শ না করে নিজের ইচ্ছা মতো দূর্বল ব্যাংকে রাখে।  সব মিলিয়ে ক্রিকেটের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। তার উপর ক্রিকেটারদের এমন কান্ড, একটা  ক্লাবকে কেন্দ্র করে পুরা একটা সিদ্ধান্ত জলগোলা করে সাজা দেওয়া আবার সাজা বাদ দেওয়া এসব নাটক মানুষ আর নিচ্ছে না। এখন ক্রিকেটেকে বাঁচাতে হলে অবশ্য সংস্কার করতে হবে ফারুকদের মতো রাগভ গোয়ালদের।  

Nenhum comentário encontrado


News Card Generator