close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তামান্নাকে ছেড়ে ফাতিমার প্রেমে মজেছেন বিজয় ভার্মা?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দীর্ঘ দুই বছরের সম্পর্ক শেষে তামান্নার সঙ্গে বিচ্ছেদ। এর মধ্যেই অভিনেতা বিজয় ভার্মাকে দেখা গেল ফাতিমা সানা শেখের পাশে—পর্যবেক্ষকদের প্রশ্ন, তবে কি নতুন প্রেমের শুরু? শোরগোল শুরু বলিউড পাড়ায়।..

বলিউডের প্রেম-ভাঙনের খবর মানেই যেন চর্চার কেন্দ্রবিন্দু। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক বিজয় ভার্মা ও অভিনেত্রী ফাতিমা সানা শেখ। দীর্ঘ দুই বছরের সম্পর্কের ইতি টেনে তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর এবার বিজয় কি নতুন সম্পর্কে পা রাখলেন?

টিনসেল টাউনের গুঞ্জন বলছে, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পরে বিজয় এখন ফাতিমার প্রেমে মজেছেন। এমনকি, এই সম্পর্কের ইঙ্গিত মিলছে সাম্প্রতিক কিছু ছবিতেও। সম্প্রতি ফাতিমা নিজের ইনস্টাগ্রামে একটি বিশেষ ইভেন্টের ছবি শেয়ার করেন—যেখানে তিনি ছিলেন কিংবদন্তি রেখা অভিনীত ‘উমরাও জান’ ছবির বিশেষ প্রদর্শনীতে। সেখানে ফাতিমার পাশে বসা অবস্থায় দেখা যায় বিজয় ভার্মাকে।

এই ছবি সামনে আসতেই বলিউড জুড়ে শুরু হয়েছে নতুন জল্পনা—তবে কি তামান্নার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবার ফাতিমার দিকেই এগোচ্ছেন বিজয়?

উক্ত প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন রেখা নিজে, টাবু, জ্যাকি শ্রফ, ডিজাইনার মণীশ মালহোত্রা, নুসরাত ভারুচার মতো তারকারা। কিন্তু সকলের চোখ আটকে যায় বিজয় ও ফাতিমার উপস্থিতিতে। কারণ ছবির এক ফ্রেমে এই দুই তারকাকে একসঙ্গে দেখে নেটপাড়ায় প্রেমের গুঞ্জন যেন নতুন করে উস্কে উঠেছে।

ছবিগুলোর ক্যাপশনে ফাতিমা লেখেন, “বড় পর্দায় ‘উমরাও জান’ দেখে অভিভূত। রেখাজিকে বারবার দেখার পরও চোখ ফেরানো যায় না। তাঁর চোখের অভিব্যক্তি, সৌন্দর্য মন ছুঁয়ে যায়।” যদিও পুরো পোস্টে বিজয়ের কথা একবারও উল্লেখ করেননি ফাতিমা, তবুও ছবির উপস্থিতিই বলছে অনেক কিছু।

এই ঘটনা নতুন নয়—কারণ এর আগেও ফাতিমার নাম জড়িয়েছিল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গে। যদিও সে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো স্বীকৃতি দেননি দুজনের কেউই। অন্যদিকে আমির খান ইতিমধ্যেই তার নতুন প্রেমিকা পরিচয় করিয়ে দিয়েছেন ভক্তদের সামনে। ফলে প্রশ্ন উঠছে—ফাতিমাও কি এবার নিজেকে নতুন সম্পর্কে যুক্ত করতে চাইছেন?

তবে এখনও পর্যন্ত বিজয় কিংবা ফাতিমা কেউই এই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। চুপ থাকলেও তাঁদের একসঙ্গে বারবার দেখা যাওয়া, ছবিতে ঘনিষ্ঠ মুহূর্তের ছাপ—সবই যেন ইঙ্গিত করছে একটি নতুন প্রেমের সূচনার দিকে।

অন্যদিকে তামান্না ভাটিয়ার সঙ্গে বিজয়ের বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি। অভিনেত্রী নাকি সংসার করতে চাইলেও বিজয় ছিলেন বিয়ের জন্য প্রস্তুত নন। সেই কারণেই দু’জনের পথ আলাদা হয়ে যায় কয়েক মাস আগেই।

ফলে বলিউড এখন প্রশ্ন করছে—তামান্নাকে বিদায় জানিয়ে কি বিজয় এবার সত্যিই ফাতিমার প্রেমে ডুব দিয়েছেন?

সময়ের সঙ্গে এই জল্পনার উত্তর হয়তো মিলবে। তবে আপাতত বিজয়-ফাতিমার এই সম্ভাব্য প্রেমই বলিউডের গরম চা কাপের প্রধান উপকরণ।

کوئی تبصرہ نہیں ملا