শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুদি দোকানী কর্তৃক মসজিদের ইমামকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। রাতে তালা উপজেলার খলিষখালী দক্ষিণপাড়া বাজারের মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় খলিষখালী দক্ষিণপাড়া বাজারে উত্তেজনা সৃষ্টি হলে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মসজিদের ইমামকে মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বাজারের মুদি ব্যবসায়ী কালাম দফাদারকে গ্রেপ্ততার করেছে। গ্রেপ্তারকৃত কালাম দফাদার তালা উপজেলার মঙ্গলন্দকাটি গ্রামের মোক্তার দফাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, মসজিদের গেট খোলা নিয়ে মুদি ব্যবসায়ী কালাম দফাদার মসজিদের ইমাম আকবর হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় কালাম দফাদার ইমাম আকবর হোসেনকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে বাজারের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।
তাৎক্ষণিক খলিষখালী ক্যাম্পে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ সময় কালাম দফাদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক কালাম দফাদারকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



















