close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

তালায় ওয়ার্ল্ড কনর্সান অফিসে অতিথিদের প্রদশর্নী প্লটের সহায়তা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
তালায় ওয়ার্ল্ড কনর্সান অফিসে বাংলাদেশের আলো প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রদশর্নী প্লটের সহায়তা প্রদান করা হয়..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ওয়ার্ল্ড কনর্সান অফিসে কৃষকদের মাঝে প্রদশর্নী প্লটের সহায়তা প্রদান করা হয়।

রবিবার (২৭ এপ্রিল '২৫) তালায় ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশের আলো প্রকল্পের আওতায় তালা সদর ও খলিলনগর ইউনিয়নের ৮ জন কৃষকরে মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন।

এ সময় আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদোষ মানখিন, প্রজেক্ট অফিসার রনজিত দাশ, মিল অফিসার  সৈয়দ সাইদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

לא נמצאו הערות


News Card Generator