close

লাইক দিন পয়েন্ট জিতুন!

তালায় ওয়ার্ল্ড কনর্সান অফিসে অতিথিদের প্রদশর্নী প্লটের সহায়তা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
তালায় ওয়ার্ল্ড কনর্সান অফিসে বাংলাদেশের আলো প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রদশর্নী প্লটের সহায়তা প্রদান করা হয়..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ওয়ার্ল্ড কনর্সান অফিসে কৃষকদের মাঝে প্রদশর্নী প্লটের সহায়তা প্রদান করা হয়।

রবিবার (২৭ এপ্রিল '২৫) তালায় ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশের আলো প্রকল্পের আওতায় তালা সদর ও খলিলনগর ইউনিয়নের ৮ জন কৃষকরে মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন।

এ সময় আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদোষ মানখিন, প্রজেক্ট অফিসার রনজিত দাশ, মিল অফিসার  সৈয়দ সাইদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

कोई टिप्पणी नहीं मिली