তিনি বলেন, "একজন মানুষ যদি নিরপরাধ হয়, তাহলে তার বিরুদ্ধে কোনোভাবেই জুলুম করা উচিত নয়। যারা এই অন্যায় করছে, সেই জুলুম একদিন তাদের দিকেই ফিরে যাবে। ইতিহাসে এর জ্বলন্ত উদাহরণ শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট শাসন।"
বুধবার (২৮ মে) দুপুরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা সফরের দ্বিতীয় দিনে, বিরল উপজেলা টেম্পুস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় এসব মন্তব্য করেন তিনি।
পরিবর্তনের ডাক বিবেকবান ভোটার তৈরি ছাড়া মুক্তি নেই
এসময় এনসিপি নেতা সারজিস আলম আরও বলেন, “শুধুমাত্র দেশের বড় শহরগুলোতে আন্দোলন করে কোনোদিন গুণগত পরিবর্তন আনা যাবে না। পরিবর্তনের জন্য প্রয়োজন ভালো ও বিবেকবান নেতৃত্ব, আর সেই নেতৃত্ব গঠনের জন্য আগে আমাদের হতে হবে বিবেকবান ভোটার।”
তার মতে, "টাকা, চেহারা আর দলের মার্কা দেখে নয় — বরং যার নৈতিকতা আছে, যার চরিত্রে দেশপ্রেম আছে, তাকেই নির্বাচিত করতে হবে।"
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সে যেই দলেরই হোক না কেন—তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"
উদ্বোধন ও সফর: দিনাজপুরে সংগঠনের শাখা বিস্তার
উল্লেখ্য, সফরের দ্বিতীয় দিনে সারজিস আলম এনসিপি’র বিরল উপজেলা শাখা অফিস উদ্বোধন করেন। পরে সেখান থেকে তিনি কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা হন, যেখানে আরও কয়েকটি পথসভা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
সারজিস আলমের বক্তব্যে সাধারণ জনগণ ও দলীয় সমর্থকদের মাঝে বেশ সাড়া পড়ে। বিশেষ করে ‘মামলা ব্যবসা’ ও ‘বিবেকবান নেতৃত্ব’ নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে।
সারসংক্ষেপ:
- 
মামলা দিয়ে টাকা খাওয়ার চক্রান্তে লিপ্ত একটি দল 
- 
নিরপরাধ মানুষকে জুলুম করার বিরুদ্ধে কড়া বার্তা 
- 
শহরকেন্দ্রিক আন্দোলনের পরিবর্তে তৃণমূল ভিত্তিক পরিবর্তনের দাবি 
- 
বিবেকবান ভোটার তৈরি না হলে দেশে স্থায়ী পরিবর্তন সম্ভব নয় 
- 
মাদক ব্যবসার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে প্রতিরোধের আহ্বান 
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			