তাহলে কি ভারতের মিডিয়া এবং রাজনীতিবিদরা সত্যিই ভয় পাচ্ছেন?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতীয় মিডিয়া এবং রাজনীতিকদের মাঝে যেন এক অদ্ভুত “বাংলাদেশ ভীতি” দেখা যাচ্ছে। এমন মনে হচ্ছে, বাংলাদেশ ভারতের কোনো ভয়াবহ বিপদ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে
ভারতীয় মিডিয়া এবং রাজনীতিকদের মাঝে যেন এক অদ্ভুত “বাংলাদেশ ভীতি” দেখা যাচ্ছে। এমন মনে হচ্ছে, বাংলাদেশ ভারতের কোনো ভয়াবহ বিপদ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিদিন যেসব গল্প প্রচারিত হচ্ছে, সেগুলো এতটাই নাটকীয় এবং মজাদার যে, হলিউডেরও এসব থেকে অনুপ্রাণিত হওয়ার সুযোগ আছে। তাহলে কি ভারতের মিডিয়া এবং রাজনীতিবিদরা সত্যিই ভয় পাচ্ছেন? নাকি এটা শুধু জনগণকে বিভ্রান্ত করার আরেকটি প্রচেষ্টা? চলুন, আজ আমরা এ বিষয়টি নিয়ে মজাদার এবং কিছুটা ভিন্ন একটি বিশ্লেষণ করি। বাংলাদেশ উন্নয়নশীল এক ‘হুমকি’? ভারতের সংবাদমাধ্যমে বাংলাদেশকে কখনো ‘ভারতের প্রতিযোগী’ হিসেবে তুলে ধরা হয়, আবার কখনো বাংলাদেশকে ভারতের জন্য ‘হুমকি’ হিসেবে দেখানো হয়। কারণ কী? ১. অর্থনৈতিক প্রবৃদ্ধি: বাংলাদেশের অর্থনীতি যে গতিতে এগোচ্ছে, তা দেখে ভারতের মাথাব্যথা হওয়াই স্বাভাবিক। পোশাক খাতে আমাদের রপ্তানি বাড়ছে, প্রযুক্তিতে আমরা এগোচ্ছি, এমনকি অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে যাচ্ছি। ২. আন্তর্জাতিক সম্পর্ক: বাংলাদেশ এখন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে। আর এটাই ভারতীয় রাজনীতিবিদদের কপালে ভাঁজ ফেলেছে। ৩. স্বাধীন মনোভাব: বাংলাদেশ কোনো ধরনের চাপের মুখে মাথা নত করে না। ভারতের ইচ্ছার বিপরীতে গিয়েও আমরা আমাদের স্বার্থ রক্ষা করি। ভারতীয় প্রোপাগান্ডার কারখানা ভারতীয় মিডিয়া যেন একটি প্রোপাগান্ডা ফ্যাক্টরি। তারা বাংলাদেশ সম্পর্কে কল্পনাপ্রসূত নানা গল্প তৈরি করে। যেমন: বাংলাদেশ চীনের “পুতুল” হয়ে যাচ্ছে। * বাংলাদেশে ‘ভারত বিরোধী ষড়যন্ত্র’ চলছে। * বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। * এ ধরনের গল্পগুলো কোনো ধরনের প্রমাণ ছাড়াই প্রচারিত হয়। কিন্তু এতে ভারতীয় দর্শকদের মগজধোলাই করা সহজ হয়ে যায়। ‘ফিল্মি’ নাটক: ভারতের নতুন পরিকল্পনা? ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি হয়তো এখন বাংলাদেশের ওপর ভিত্তি করে নতুন সিনেমার প্লট তৈরি করতে ব্যস্ত। গল্প এমন হতে পারে: ১. এক বাংলাদেশি গুপ্তচর ভারতের অর্থনীতি ধ্বংস করতে চাইছে। ২. ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের অভ্যন্তরে গিয়ে ‘শান্তি প্রতিষ্ঠা’ করছে। ৩. দুই দেশের সীমান্তে প্রেমের গল্প, যা শেষ পর্যন্ত যুদ্ধের দিকে মোড় নেয়। এত কিছুর মাঝে প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশ নিয়ে এত মাথা ঘামাচ্ছে? ভারতের দুশ্চিন্তার কারণ ১. আত্মবিশ্বাসী বাংলাদেশ: বাংলাদেশ এখন শুধু উন্নয়নশীল দেশ নয়; বরং একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র। ভারতের অনেকেই এই পরিবর্তনকে হজম করতে পারছে না। ২. চীনের কূটনৈতিক সাফল্য: বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন ভারতকে উদ্বিগ্ন করে তুলছে। ৩. অপ্রতিরোধ্য অর্থনীতি: বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য ভারতের অনেক রাজনীতিবিদের মধ্যে এক ধরনের ঈর্ষা তৈরি করেছে। বাংলাদেশ: আমাদের উত্তর কী হওয়া উচিত? ১. আত্মবিশ্বাস ধরে রাখা: আমাদের কেবল উন্নয়নেই সীমাবদ্ধ থাকা যাবে না; বরং আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে। ২. অপপ্রচারের জবাব: ভারতীয় প্রোপাগান্ডার জবাব দেওয়ার জন্য আমাদের মিডিয়াকেও আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। ৩. বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ভারতের জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্ব বজায় রাখা উচিত, তবে নিজেদের স্বার্থ রক্ষা করেই। শেষ কথা ভারতীয় মিডিয়া এবং রাজনীতিকরা হয়তো তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরাতে বাংলাদেশের বিষয়টি নিয়ে অতিরঞ্জিত করছে। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোভাব দিয়ে প্রমাণ করেছে যে, আমরা কারো দয়া বা মিথ্যাচারের ওপরে নির্ভরশীল নই। বাংলাদেশ মাথা উঁচু করেই এগিয়ে যাবে। লেখক: আব্দুল্লাহ আল মামুন, লেখক ও সাংবাদিক #IndiaBangladeshRelations #PropagandaWars #EconomicRivalry #StrongBangladesh #MediaManipulation #NeighborlyConcerns #BangladeshOnRise #DiplomaticChallenges #SouthAsiaTensions #IndependentBangladesh
No se encontraron comentarios