সুন্নী ভাইদের সমাবেশ সফল হওয়ায় সরকারকে ও আগত সকল মেহমানদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমারদেশ পত্রিকায় সুন্নীদের সমাবেশকে কেন্দ্র করে আওয়ামীলীগ সমাবেশ করবে বলে গোয়েন্দাদের রিপোর্ট প্রকাশিত হয়। আমি সে রিপোর্ট একবার নয় বহুবার পড়েছি। রিপোর্টের ভিত্তিতেই হকপন্থী সুন্নী ভাইদেরকে সতর্ক হওয়ার আহবান জানিয়েছিলাম। ফ্যা*সিবাদের বিরোধীতা করেই সুন্নী ভাইয়েরা কাজ করুক সেটাই ছিলো আমার বক্তব্য। আজও বলছি যারা শেখ হা*সিনার দোস*র তাদেরকে আমাদের কোন স্থান দেওয়া যাবেনা। যদি ২৪ এর এই পরিস্থিতি শেখ হা*সিনা না করতো তাহলে অবশ্যই এই প্রশ্ন আসতো না। বাংলাদেশের হকপন্থী সত্যিকার মার্কাজগুলো তাদের হক কথা বলে যাবেন এটাই আমি চাই। পীর মাশায়েখ, আলেম ওলামা বাংলাদেশের তাজ! আমাকে যারা চিনেন তাঁরাই একমাত্র আমার কাজ নিয়ে অবগত আছেন। আমি বাংলাদেশে একমাত্র ফ্যাসিবাদের চোখের কাটা আর কারো নয়। আমি আলেম ওলামা ইস্যুতে এমনেই বেশী কথা বলা পছন্দ করিনা। কিন্তু যে আলেম আওয়ামী দালাল তা নিয়ে কিছু বক্তব্য আমি সবসময় দিয়েছি, এখনো দিচ্ছি এবং ভবিষ্যতেও দিবো। সে ক্ষেত্রেও নাম উচ্চারণেও সতর্ক থাকি। সে দিনের ভিডিওতে কেউ একটি লাইন পাবেন না যে সমাবেশ বন্ধ রাখতে হবে! বরং বলেছি হক্কানী দরবারগুলোকে সতর্ক হতে হবে যাতে লীগের ট্যাগ না লাগে। যেহেতু লীগের কিছু ষ*ড়য*ন্ত্র চলমান। আমি একজন সুন্নী আলেম জনাব আযহারি ( সম্পূর্ন নামটি মনে আসছে না) আমি তার বক্তব্য শুনেছি এবং ভালো লেগেছে যে সুন্নী আলেমরা মজলুমের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে। আমি চাই এই ধারা অব্যহত থাকুক। তিনি যে বক্তব্য দিয়েছেন তা যদি সবাই পালন করতে পারে তাহলে এই দেশে আও*য়ামী ফ্যা*সিজম আর ফিরে আসতে গেলে কারো সহযোগীতা পাবেনা। জনাব হযরত মাওলানা আইনুল হুদা সাহেবের একটি পোষ্ট আমার নজরে এসেছে, আমি তাকে ধন্যবাদ জানাই তিনি আমাকে পছন্দ করেন বিধায়ই পরামর্শ দিতে চান। আমি হুজুরকে আমার ভিডিওটি সম্পূর্ন শোনার আহবান জানাই। তার পরেও হুজুর বা অনুসারী কেউ কষ্ট পেলে অবশ্যই আন্তরিক ভাবে দুঃখিত। গতকালকে সমাবেশ সফল হওয়ার পরেও আমি ভিডিও ও ধন্যবাদ জানিয়ে পোষ্ট করেছি। আমি হকপন্থী সুন্নীয়তের ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা প্রকাশ করছি এবং সকল ষড়*যন্ত্রবা*জ আ*ওয়ামী দালা*ল হিসেবে পরিচিতদেরকে ঘৃ*ণাভরে প্রত্যাখ্যান করছি। আসুন বাংলাদেশের কল্যানে সকল হকপন্থী মানুষগুলো ঐকবদ্ধ হয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করি। ইসলামী মূল্যবোধে সবাইকে জাগ্রত করি।
