close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সুন্দরগঞ্জে ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে এ প্লাস ক্যাপসুল....

Sudipto Shamim avatar   
Sudipto Shamim
সুন্দরগঞ্জ উপজেলার ৭৬ হাজার ১১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. রাকিবুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আশিকুর রহমান, সোনারহাট দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও সাংবাদিক মো. রেজাউল ইসলাম প্রমুখ। সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী শনিবার (১৫ মার্চ) সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইনটি উপজেলার ৩৬১টি কেন্দ্রে পরিচালিত হবে। এসময় ৭২২ জন স্বেচ্ছাসেবক মিলে ৭৬ হাজার ১১ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

No comments found