সুন্দরবনে নতুন করে আগুনের লেগেছে, বনরক্ষীরা দ্রুত ব্যবস্থা নিচ্ছে..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনে রবিবার সকালে নতুন করে আগুন লাগে। আগুনের উৎস শনাক্ত করতে ড্রোন ব্যবহার করে দ্রুত ব্যবস্থা নেন বনরক্ষীরা।..

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস জানিয়েছেন, আগের আগুনের স্থল থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর-পশ্চিমে শাপলার বিলের তেইশেরছিলায় রবিবার সকালে নতুন করে আগুনের সূত্রপাত ঘটে। বনরক্ষীরা ড্রোন উড়িয়ে আগুনের স্থল শনাক্ত করেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার লাইন কেটে কাজ শুরু করেন।

বনরক্ষীরা জানিয়েছেন, এই আগুনের কারণ এখনও স্পষ্ট না হলেও, এটি আগের আগুনের সাথে সম্পর্কিত হতে পারে। তারা নিশ্চিত করেছেন যে আগুনের মাত্রা যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনা হবে এবং পুরো বনাঞ্চলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া, বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক করা হয়েছে যাতে তারা আগুনের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকেন এবং কোন অপ্রয়োজনীয় কাজ না করেন যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।

Nessun commento trovato


News Card Generator