close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সুন্দরবনে বিষ দিয়ে ধরা মাছ সহ নৌকা আটক

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের খাল থেকে বিষ দিয়ে ধরা মাছসহ একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে। নৌকা থেকে আরো উদ্ধার করা হয়েছে বিষের বোতল সহ হরিণ শিকারের ফাঁদও।  ..

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, বনের বড় বরকত খালে বুধবার বিকেলে নিয়মিত টহল দিচ্ছিল বনপ্রহরীরা।  ওই সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে জেলেবেশে দুর্বৃত্তরা বনের গহীনে পালিয়ে যায়।

পরে দুর্বৃত্তদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশী চালিয়ে তিন বোতল রিপকর্ড নামক কীটনাশক (বিষ) ও বিষ মিশ্রিত কয়েক কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এছাড়াও নৌকা থেকে উদ্ধার করা হয় দুই বান্ডেল হরিণ শিকারের নাইলনের ফাঁদ। বিষ মিশ্রিত মাছ তাৎক্ষণিক মাটিতে পুতে ফেলা হয় বলে জানানো হয়েছে।এবং আটক নৌকাটি বনবিভাগের সংশ্লিষ্ট স্টেশনে রাখা হয়েছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator