close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সুন্দরবনে ৬শ পিস হরিণ ধরা ফাঁদে, দুইটি নৌকা উদ্ধার

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে ৬শ পিস হরিণ ধরা ফাঁদে, দুইটি নৌকা উদ্ধার করা হয়েছে..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন টাটের খাল এলাকা হতে ৬শ পিস হরিণ ধরা ফাঁদের দড়ি ও দুইটি নৌকা উদ্ধার করা হয়েছে। এসময় টহলদলের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্র বনের মধ্যে পালিয়ে যায়।
 
মঙ্গলবার (৬ মে) '২৫ সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে সিপিজির সদস্যদের টহল চলাকালীন সময়ে উক্ত ফাঁদ ও দড়ি উদ্ধার হয় বলে জানান সিপিজির টিম লিডার ইসমাইল হোসেন।
 
 
সুন্দরবনের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান এ প্রতিনিধিকে জানান, প্রতিদিনের নিয়মত টহল চলাকালে সুন্দরবনের গহীনে টাটের খালে হরিণ শিকারি চক্রকে দেখতে পেয়ে তাদের পিছু নেয় টহল দল। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে শিকারিরা পালিয়ে যায় সুন্দরবনের মধ্যে। টহল দল শিকারি চক্রের ফেলে যাওয়া দুইটা নৌকা ও ৬০০পিস ফাঁদ উদ্ধার করে।
 
জিয়াউর রহমান বলেন যেহেতু তাৎক্ষণিক শিকারীকে চক্রকে সনাক্ত করা সম্ভব হয়নি, তবে নিয়মিত মামলার যে বিধান রয়েছে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator