close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সুন্দরবন রক্ষার্থে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে রূপান্তরের গনশুনানি অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
কালিগঞ্জে সুন্দরবন রক্ষার্থে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে গনশুনানি অনুষ্ঠিত হয়েছে, রূপান্তরের আয়োজনে অনেক গণগণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সুন্দরবন রক্ষার্থে রুপান্তরের আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল '২৫) সকাল ১০টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মন্ডল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, উপজেলা যুব ফোরামের সদস্য সচিব মারুফ হোসেন প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন পলিথিন এবং প্লাস্টিক বর্জ্য মাটিতে ফেলায় মাটি তার উর্বরতা হারাচ্ছে, ড্রেন, নদী- নালা, খাল-বিলে ফেলার দরুন ড্রেনগুলো ময়লা পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী-নালা এবং খাল-বিলগুলো মাছ চাষে বাধাগ্রস্ত হচ্ছে। একারণেই পলিথিনের ব্যবহার বন্ধ করার জন্য আমাদের বিকল্প পণ্য বেছে নেওয়া উচিত। যেমন কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ, কাগজের ব্যাগ এবং পুনর্ব্যবহারযোগ্য উপকরণগুলো পলিথিনের চেয়ে অনেক বেশি পরিবেশবান্ধব। এগুলো সহজেই পুনঃব্যবহার করা যায় এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়।পলিথিনের ব্যবহার পরিবেশ, জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে। আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার বন্ধ করতে হলে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বিকল্প পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করতে হবে। পলিথিন ব্যবহার কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে আমাদের এখনই পদক্ষেপ গ্রহন করতে হবে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রান্তিক জনগোষ্ঠী, বাজার কমিটি, ধর্মীয় নেতা, গণ্যমান্য ব্যক্তিগর্ব, সাংবাদিক বৃন্দসহ যুব ফোরামের সদস্য বৃন্দ।

没有找到评论