সুলতানি আমলের মতো ঈদ মিছিল হবে ঢাকায় ....

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী ঈদ মিছিল পুনরুজ্জীবিত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, যা সুলতানি আমল থেকে শুরু করে ব্রিটিশ আমলের..

রোববার (২৩ মার্চ) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই।

 

এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হত। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।



এই উদ্যোগের অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বানিজ্য মেলার পুরাতন মাঠ) ঈদের জামাত হবে। ঠিক গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনি মেলা থাকবে দিনব্যাপী।



ঈদ আনন্দ মিছিল  হবে নামাজের পরে আনন্দপূর্ণ ও বর্ণাঢ্য একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনের কোনো অংশেই ধর্মীয় মূল্যবোধে আঘাত করে এমন কিছু থাকবে না। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।



ইতিহাসবিদ ও সাংস্কৃতিক বিশেষজ্ঞরা এই নতুন উদ্যোগকে সমর্থন করেছেন। ঐতিহ্যবাহী উৎসবগুলোর পুনর্জাগরণ নগরবাসীর মধ্যে সামাজিক ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা বোধ জাগাবে।

উল্লেখযোগ্যভাবে, ঢাকা শহরের জনসংখ্যার ৪০% এরও বেশি মানুষ প্রতি বছর ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। এছাড়া, বিভিন্ন ধরণের সাংস্কৃতিক গবেষণায় দেখা গেছে, ঐতিহ্যবাহী উৎসব পুনরুজ্জীবিত হলে সমাজে এক নতুন উদ্দীপনা ও ইতিবাচক মানসিকতা বৃদ্ধি পায়। DNCC-এর এই উদ্যোগে ধর্মীয় মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের পাশাপাশি আধুনিক বিনোদনের উপাদানও সংযোজিত থাকবে।



Ingen kommentarer fundet


News Card Generator