close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
সুইড বাংলাদেশের রমনা শাখা রক্ষায় শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন, জমি দখল চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ


জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে পরিচালিত সুইড বাংলাদেশ রমনা শাখার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্কুলটির শিক্ষার্থী, অভিভাবক, ও শিক্ষকরা।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার ইস্কাটনে অবস্থিত বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি অসৎ চক্র বিদ্যালয়ের মাঠ ও আঙ্গিনা জোরপূর্বক দখল করে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। তারা আরও জানান, সুপ্রিম কোর্ট ২০১৬ সালে বিদ্যালয়ের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছিল। তা সত্ত্বেও এই দখলের অপচেষ্টা চলছে।
বিদ্যালয়ের সভাপতি সাজেদা হুমায়ূন কবীর বলেন, "বিদ্যালয়ের জমি দখল করে হোটেল ও ডেকোরেটর ভাড়া দেওয়া হয়েছে। সুইড বাংলাদেশের কিছু অসৎ কর্মকর্তা অর্থলিপ্সায় এই চক্রান্তে লিপ্ত। অথচ এটি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনের জন্য নির্ধারিত একটি জায়গা।"
তিনি আরও বলেন, “শিক্ষার পরিবেশে ভাতের হোটেল এবং রান্নাঘর বানানো হয়েছে। যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও খেলার মাঠ দখলের চেষ্টা চালানো হচ্ছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা পারভীন বলেন, “এখানে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা তাদের মানসিক বিকাশের জন্য মাঠে খেলাধুলা করে। কিন্তু দখলকারীরা মাঠ ও শ্রেণিকক্ষ ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। এমনকি রান্নার জন্য বড় গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে, যা শিশুদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে।”
শিক্ষার্থীদের অভিভাবকরাও দখলদারিত্বের এই চেষ্টার তীব্র প্রতিবাদ জানান। আনোয়ার হোসেন নামে এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের মানসিক বিকাশে মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তাদের জন্য এই জায়গার অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে মাঠে নামব।”
বিদ্যালয়ের মাঠ ও ভবন দখলের অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলেন, শিশুদের শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
সংক্ষেপে:
সুইড বাংলাদেশ রমনা শাখার এই বিদ্যালয়টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কিছু অসৎ কর্মকর্তার দখলদারিত্বের চেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আন্দোলনকারীরা বিদ্যালয়ের জমি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
نظری یافت نشد