close
লাইক দিন পয়েন্ট জিতুন!
সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ারদের স্লোগানে উদযাপিত হলো এফডিইউবি’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী


ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৪: "সৎ ও দক্ষ ইঞ্জিনিয়ার" স্লোগানে পালন করা হলো ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইউবি)-এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন। ফোরামের কেন্দ্রীয় সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ও যুগ্ম সম্পাদক আবদুল বাতেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, "ফোরামের এই প্রতিষ্ঠা বার্ষিকী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এক ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন। এই ফোরামের মাধ্যমে বাংলাদেশে প্রতিনিয়ত সৎ ও দক্ষ প্রকৌশলী তৈরি হচ্ছে, যারা দেশের কল্যাণে অবদান রাখছেন। বিশেষ করে স্বাধীনতার জন্য যাদের ত্যাগ অনস্বীকার্য, তাদের আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি।"
তিনি আরো বলেন, "ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ মুক্তি পেয়েছে দীর্ঘ ১৫ বছরের অপশাসন থেকে। কিন্তু এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। আমরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে তা প্রতিহত করব।"
প্রধান বক্তা জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তার বক্তব্যে বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাই।"
বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "দুর্নীতিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর সোনালী বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সম্মেলনে আইডিইবির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি কবির হোসেন, সদস্য সচিব শাখাওয়াত হোসেনসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আলোচনার পাশাপাশি র্যালি এবং দোয়ার মাধ্যমে উদযাপিত হয়।
ফোরামের নেতৃবৃন্দ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন।
نظری یافت نشد