২০২৫ সালে জীবিকার সন্ধানে বাংলাদেশ থেকে সাড়ে সাত লাখের বেশি কর্মী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, কোনো একক দেশে এক বছরে এত বিপুল সংখ্যক কর্মী পাঠানোর ঘটনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। শুক্রবার (২ জানুয়ারি) বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন আরব নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএমইটির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে মোট ১১ লাখের বেশি বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশই, অর্থাৎ ৭ লাখ ৫০ হাজারের বেশি কর্মী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন সৌদি আরবকে। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি; সে বছর প্রায় ৬ লাখ ২৮ হাজার কর্মী দেশটিতে গিয়েছিলেন।
বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বসবাস ও কর্মরত আছেন, যা দেশটিতে বৃহত্তম প্রবাসী জনগোষ্ঠী। এই প্রবাসীরা প্রতি বছর বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠান।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ২০২৩ সালে চালু হওয়া 'স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম'-এর মাধ্যমে কর্মীদের দক্ষতা যাচাই করা হচ্ছে। এছাড়া গত অক্টোবরে স্বাক্ষরিত নতুন কর্মসংস্থান চুক্তির ফলে কর্মীদের সুরক্ষা, মজুরি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। সৌদি আরবের 'ভিশন ২০৩০' প্রকল্পের আওতায় ২০২৬ সালে আরও প্রায় ৩ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে।



















