সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী যুবক নিহত

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
****

মোহাম্মদ জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি :

সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী যুবক কাজী মোঃ রানা (২৬) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
রবিবার (২২ জুন) রাত ৯টার দিকে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রানা সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া পাড়ার বাসিন্দা কাজী মোঃ শাহজাহানের বড় ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ছয় মাস আগে জীবিকার তাগিদে প্রথমবারের মতো সৌদি আরব যান কাজী রানা। তিনি রিয়াদ শহরের একটি ফুড কোম্পানিতে ডেলিভারিম্যান হিসেবে কাজ করছিলেন।
গত ২০ জুন (শুক্রবার) রাতে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন রানা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
তার বাবা কাজী শাহজাহান বলেন, “আমার দুই ছেলের মধ্যে রানা ছিল বড়। পরিবারকে সচ্ছল করার স্বপ্ন নিয়ে সে বিদেশে গিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমার ছেলেকে হারালাম।”

তিনি আরও জানান, রানার মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে। এ কাজে প্রবাসী কল্যাণ সংস্থাসহ সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator