close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সোনাতলায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

মিনহাজুল বারী, বগুড়াঃ
বগুড়া সোনাতলায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শহীদ সৈকত চত্ত্বরে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে এই কর্মী সম্মেলনের উদ্বোধন করেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল৷ 
এসময় কর্মী সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল ওহাব হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।  
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জিয়াউল হক লিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইন্জিনিয়র শরিফুল ইসলাম, এস এম বজলল করিম টোটন প্রমূখ। 
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা সাংগঠিক সম্পাদক আহসান হাবীব রতন,
পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। 
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।    

Nema komentara