close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সোনাতলায় জমিজমা সংক্রান্ত জেড়ে মারপিটে আহত ৩; থানায় অভিযোগ..

মিনহাজুল বারী avatar   
মিনহাজুল বারী
****

মিনহাজুল বারী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সোনাতলার পাকুল্লা ইউনিয়নের উত্তর করমজা গ্রামের মৃত হাফিজার মন্ডলের স্ত্রী লেবু বেগমের বসতবাড়ির জমিতে পাকা বাড়ি নির্মানাধীন সাদ ও দেওয়ালে পানি দেওয়ার সময় পাশ্ববর্তী সিরাজুল ইসলাম, মোনারুল ইসলামের বাড়ির পিছন সীমানায় পানি গেলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা ঘটে। এতে উত্তেজিত হয়ে সিরাজুল ইসলাম, মোনারুল ইসলাম, জলিল মিয়া ওই নির্মানাধীন বাড়ির বাথরুম রুমের পানির লাইন,সাদের পানি নিষ্কাশনের পাইপ ও গাথূনির ইট ভেঙ্গে ফেলে।  এতে বাঁধা দিতে গেলে লেবু বেগম সহ তার বোন রেবা বেগমকে জলিলের হুকুমে- সিরাজুল ও মোনারুল বেদম মারপিট করে। এতে গুরতর আহত হয় রেবা বেগম ও তার ছেলে রুহুল আমিন।  এর মধ্যে রেবা বেগমের অবস্থা বেগতিক হলে স্থানীয়রা উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।  

এঘটনায় লেবু বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে  সোনাতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলাদুননবী জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে৷ 

कोई टिप्पणी नहीं मिली