close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সংঘ র্ষ বিরতি ভাঙল পাকি স্তান, শ্রীনগরে সেনা ঘাঁ টির কাছে ধ্বং স চারটি পাক ড্রো ন! কড়া জবাব ভারতের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় সংঘর্ষবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের গোলাবর্ষণ, শ্রীনগরে সেনাঘাঁটির পাশে চারটি ড্রোন ধ্বংস, সীমান্ত জুড়ে সতর্ক ভারত।..

আন্তর্জাতিক মহলে শান্তির বার্তা দিয়েও ফের সংঘর্ষবিরতির চুক্তি ভাঙল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি উদ্যোগে ভারতের সঙ্গে বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতিতে রাজি হলেও, মাত্র তিন ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে পাক বাহিনী। এর পরপরই ভারতের পক্ষ থেকে কঠোর জবাব আসে। শ্রীনগরে সেনা সদর দফতরের কাছাকাছি চারটি পাকিস্তানি ড্রোন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা সেই প্রতিক্রিয়ারই প্রমাণ।

সূত্র বলছে, পাকিস্তান যুদ্ধবিরতির সুযোগে জম্মু-কাশ্মীর সীমান্ত বরাবর গোলাবর্ষণ শুরু করে। শ্রীনগর, রাজৌরি, আখনুর এবং পুঞ্চ এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) পোস্ট করে জানিয়েছেন, শ্রীনগরের আকাশে স্পষ্ট বিস্ফোরণ ও ড্রোন ধ্বংসের শব্দ শোনা গেছে। তিনি আরও জানান, শহরের আকাশ প্রতিরক্ষা ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে এবং সম্ভাব্য হামলা প্রতিহত করতে তৎপর।

পাক ড্রোন শুধু কাশ্মীরেই সীমাবদ্ধ ছিল না। রাজস্থানের বারমেঢ়, পোখরান এবং গুজরাটের কচ্ছ এলাকাতেও পাক ড্রোন দেখা যাওয়ার খবর মিলেছে। এর ফলে সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্ল্যাকআউট জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুর ও পাঠানকোটেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সামরিক সূত্রে জানা গেছে, ভারতের প্রতিরক্ষা বাহিনী কেবল ড্রোন ধ্বংসেই সীমাবদ্ধ ছিল না, বরং পাল্টা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত ছিল আগে থেকেই। যে চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে, সেগুলোর মধ্যে একটি ছিল সুইসাইড ড্রোন (Kamikaze Drone) ধাঁচের, যার মাধ্যমে উচ্চ ক্ষমতার বিস্ফোরক পাঠানো হয়েছিল।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান এই সংঘর্ষবিরতি লঙ্ঘনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে যুদ্ধ পরিস্থিতির পুনঃসৃষ্টি করতে চায়। এই ঘটনার পর জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হতে পারে।

অন্যদিকে, ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনী পুরো সীমান্ত বরাবর উচ্চ সতর্কতায় রয়েছে। ডিফেন্স ইন্টেলিজেন্স সূত্রে জানা গেছে, সীমান্তে বিশেষ নজরদারির জন্য ইসরায়েলি প্রযুক্তিতে নির্মিত স্পাই ড্রোনও মোতায়েন করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছেন এবং প্রতিটি পদক্ষেপে প্রধানমন্ত্রীর দফতরকে অবহিত করা হচ্ছে। এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে ভারতীয় সামরিক বাহিনীর শীর্ষ কর্তারা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

সীমান্তের এই উত্তেজনা কতদূর গড়াবে, তা এখনই বলা না গেলেও প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, ভারতের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়া হতে পারে, যদি পাকিস্তান এভাবে সংঘর্ষবিরতি লঙ্ঘন চালিয়ে যেতে থাকে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator