close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই , আখতার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
গাইবান্ধায় পথসভায় সংবিধান সংস্কারে জাতীয় নাগরিক পার্টিকেই একমাত্র বিকল্প বলে দাবি করলেন আখতার হোসেন। নতুন বাংলাদেশ গড়তে এনসিপিকে পাশে চাইলেন নেতারা।..

গাইবান্ধার সাদুল্লাপুরে অনুষ্ঠিত এক পথসভায় সংবিধান সংস্কার নিয়ে সরব অবস্থান নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন। তিনি জোরালো ভাষায় বলেন, “সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই।” মঙ্গলবার, ১ জুলাই বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন সড়কে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, “এই রাষ্ট্রকে বাঁচাতে হলে মৌলিক সংস্কার দরকার। খুনি হাসিনার বিচার, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা — এসব একমাত্র সম্ভব জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমেই। আর তা করতে হলে এনসিপির কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “এই জুলাই মাস আমাদের রাজনৈতিক জাগরণের সময়। আমরা চাই জনগণকে সঙ্গে নিয়ে এক নতুন বাংলাদেশ গড়তে। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি, আমাদের পাশে থাকুন। পরিবর্তনের যাত্রায় এনসিপি আপনাদের ভরসার ঠিকানা।”

পথসভায় ছিল বিশাল জনসমাগম। স্থানীয় নেতা-কর্মীরা ছাড়াও সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতারা এই আয়োজনে উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা প্রত্যেকে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান এবং এনসিপিকে জনগণের আসল প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেন।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ফিহাদুর রহমান দিবস, সাদুল্লাপুর উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক এবং যুগ্ম সমন্বয়কারী শাহাবুল আলম কাজল, রায়হান মিয়া রাজু, সোহেল মিয়াসহ অনেকেই।

আখতার হোসেন তাঁর বক্তব্যে বলেন, “আমাদের আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমাদের লক্ষ্য রাষ্ট্রকে মেরামত করা, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। এনসিপি এমন একটি প্ল্যাটফর্ম যা দেশের প্রতিটি সাধারণ মানুষের কণ্ঠস্বরকে উচ্চারিত করতে চায়।”

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা কারো তল্পিবাহক নই। বরং আমরা জনগণের প্রতিনিধি। যারা মনে করেন পরিবর্তন দরকার, নতুন বাংলাদেশ দরকার — তাদের জন্য এনসিপিই একমাত্র সঠিক প্ল্যাটফর্ম।”

নেতারা ঘোষণা দেন, জুলাই মাসজুড়ে তারা বিভিন্ন জেলায় পদযাত্রা, পথসভা ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জনগণের মধ্যে এনসিপির বার্তা পৌঁছে দেওয়া হবে।

তারা জানান, জুলাই মাসের শেষে ঢাকায় কেন্দ্রীয় সমাবেশের প্রস্তুতি চলছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নেবে। এই সমাবেশেই জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ প্রকাশ করা হবে।

গাইবান্ধার এই পথসভা স্পষ্ট বার্তা দিয়েছে— দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যারা সংবিধান সংস্কার চান, নতুন বাংলাদেশ গড়তে ইচ্ছুক, তাদের কাছে এনসিপিই একমাত্র কার্যকর বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করছে। জুলাই মাসে তাদের কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আরও বৃহৎ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত মিলবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

没有找到评论


News Card Generator