সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে হতে পারে ঝড়

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আজ সন্ধ্যার মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।..

দেশজুড়ে আবহাওয়া আবারও বিপর্যয়ের বার্তা দিচ্ছে। আজ রবিবার, ১৯ জুন, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এরইমধ্যে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে এবং এটি স্থানীয় সময় সন্ধ্যার মধ্যে আঘাত হানতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, যেসব জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে:

খুলনা,বরিশাল,পটুয়াখালী,নোয়াখালী,কুমিল্লা,চট্টগ্রাম,কক্সবাজার

উক্ত জেলার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ইতোমধ্যেই ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ এসব অঞ্চলের নদী পরিবহন ব্যবস্থায় ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সতর্কসংকেত মূলত জলযান ও নৌযান চলাচলে প্রাথমিক সতর্কবার্তা হিসেবে কাজ করে। নদীপথে যাত্রী ও মালবাহী নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মাঝি ও যাত্রীদের সাবধানে চলাচল করার অনুরোধ করা হয়েছে, যাতে করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

প্রত্যক্ষভাবে এই ঝড়ো হাওয়ার প্রভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, গাছ বা সাইনবোর্ড উপড়ে পড়া এবং হালকা গৃহ ক্ষতির আশঙ্কা থাকে। বজ্রপাতও এই সময়ের একটি বড় আশঙ্কা। বিশেষ করে খোলা মাঠ, নদীপথ বা সমুদ্র উপকূলবর্তী এলাকায় মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা বলছেন, ঝড়ো আবহাওয়া শুরু হলে –
 বিদ্যুৎ চালু থাকা অবস্থায় ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখা উচিত
 খোলা স্থানে না থাকা
 নৌপথে ভ্রমণ এড়িয়ে চলা
 কৃষিকাজ বা উন্মুক্ত জমিতে না থাকা

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত আপডেট পর্যবেক্ষণ করা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করাই এখন সবচেয়ে প্রয়োজনীয়। যারা নদীপথ ব্যবহার করেন, বিশেষ করে জেলেরা, ট্রলারচালক ও ফেরিচালকদের প্রতি অনুরোধ – আজকের সন্ধ্যার পূর্বে যথাসম্ভব নিরাপদ আশ্রয়ে ফিরতে হবে।

আবহাওয়ার এমন হুঁশিয়ারি আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে যেমন প্রভাবিত করে, তেমনি সতর্ক থাকলেই প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। আজকের দিনটি বিশেষ সতর্কতার মধ্য দিয়ে পার করতে হবে সাত জেলার বাসিন্দাদের।

এখনই সাবধান হন, নিরাপদে থাকুন।
এই সাত জেলায় সন্ধ্যার আগেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেলে স্থানীয় প্রশাসন বা আবহাওয়া অফিসের পরামর্শ অনুসরণ করুন।

No comments found


News Card Generator