close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

স্মার্টফোন কেঁড়ে নেওয়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা..

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজারের উখিয়ায় স্মার্টফোন কেড়ে নেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।..

স্মার্টফোন কেঁড়ে নেওয়ায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা!

কক্সবাজারের উখিয়ায় স্মার্টফোন কেড়ে নেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। 

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল কোনারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ৷ সে একই এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ আজিজ (১৪) এবং সে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী৷

স্থানীয়সূত্রে জানা যায়, বিকেলে গাছের বাগানে দেখা যাচ্ছিলো এক কিশোরের লাশ৷ পুলিশকে খবর দিলে সন্ধ্যা ৭ টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন৷ এর আগে সকালে পরিবারের সঙ্গে ঝগড়া হয়েছিল৷ পড়ালেখায় মনযোগী হওয়ার জন্য মূলত তার মা স্মার্টফোন নিয়ে ফেললে রাগ করে আত্মহত্যা করেছে৷ 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, ‘এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি৷ শুনেছি মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।'

 

Inga kommentarer hittades