জানা যায় দলীয় প্রভাব খাটিয়ে ২০১৯ সালে চাঁদপুর সদরের বহরিয়া উচ্চ বিদ্যালয়ে জাল সনদে ‘সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার’ পদে নিয়োগ পান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মুহাম্মদ কাউছার খান। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুকবুল হোসেন। ওই বিদ্যালয়ে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছেন কাউছার।
ওই বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন দীপু মনির টাকার মেশিন হিসেবে পরিচিত বালু খেকো চেয়ারম্যান সেলিম খান। 
নাম না প্রকাশের শর্তে ওই বিদ্যালয়ে ‘সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার’ পদে প্রার্থী ছিলেন এমন একজন বলেন, সদর উপজেলায় ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে সাবেক নাম ‘বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়’ বর্তমান নাম ‘বহরিয়া উচ্চ বিদ্যালয়’। এ বিদ্যালয়ে ‘সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে অত্র বিদ্যালয়ে মুহাম্মদ কাউছার খান (ডিগ্রি পাস) আবেদন করেন। পরবর্তীতে তাকে ২০১৯ সালের ৫ অক্টোবর এর মধ্যে উক্ত পদে যোগদান করার জন্য ২৩ সেপ্টেম্বর বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মকবুল হোসেন স্বাক্ষরিত পত্র পাঠানো হয়।
‘সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার’ পদে নিয়োগ পাওয়া মুহাম্মদ কাউছার খান ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় উক্ত পদে কাউছারের যোগদান পত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বাক্ষর করে গ্রহণ করেন।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				Ingen kommentarer fundet
							
		
				
			


















