সখিপুরে গরু জবাই করে বিরিয়ানি রান্না করার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ)কে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রান্না করা বিরিয়ানিগুলো বিভিন্ন মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলা।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুমোদনবিহীনভাবে গরু জবাই করে বিরিয়ানি রান্না করার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন অমান্য করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















