close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সকাল থেকেই লাখো মানুষের ঢল, পতাকা-টিশার্ট বিক্রির ধুম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানে 'মার্চ ফর গাজা' কর্মসূচির আয়োজন ঢাকায় হয়েছে, যেখানে লাখো মানুষ সহযোগিতা প্রকাশ করছেন।..

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 'মার্চ ফর গাজা' কর্মসূচির আয়োজন হয়েছে। বিকাল ৩টায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সেখানে লাখো মানুষের ঢল দেখা যাচ্ছে। দলে দলে উদ্যানে আসছে মানুষ। এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রির ধুম পড়েছে।

গাজায় চলমান বর্বরোচিত ইসরাইল আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী এই গণজমায়েত। কর্মসূচি ঘিরে চাহিদা বেড়েছে পতাকার। ফিলিস্তিনের প্রতিটি পতাকা আকারভেদে বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০০ টাকায়। মাথার ব্যাজ বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। আর টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

'মার্চ ফর গাজা' কর্মসূচিতে আসা নিরব আহমেদ বলেন, 'ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতেই পতাকা কিনলাম।' টি-শার্ট ও মাথার ব্যাজ পরা শফিক বলেন, 'যেহেতু ফিলিস্তিনের জন্য আয়োজিত সমাবেশে অংশ নিচ্ছি, তাই তার অংশ হতেই টি শার্ট, ব্যাজ কেনা।'

আজকের কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। বেলা ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই 'মার্চ ফর গাজা' কর্মসূচি। আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেছেন।

कोई टिप्पणी नहीं मिली