জাতীয় দৈনিক শীর্ষ অপরাধ ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার খুলনা জেলা প্রতিনিধি সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় তিনি আজ সন্ধ্যা আনুমানিক ৭.৩০ মিনিট নাগাদ খুলনা যশোর মহাসড়ক হয়ে মোটরসাইকেল যোগে ফুলতলা উপজেলা পরিষদের দিকে আশার সময় দামোদর প্রাইমারি স্কুলের সামনে এলে পেছন দিকে থেকে আশা একটি সিএনজি ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ ছিটকে পড়েন।
স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
এসময় প্রতিবেদককে ডাক্তার বলেন দূর্ঘটনায় রুগীর বাম পায়ের পাতার তিনটি আঙুলের হাড় ভেঙ্গে গেছে এছাড়া তার বাম পাশের কোমর, পাজোর এবং বাম কাঁধে প্রচুর আঘাত পেয়েছেন।
তিনি আরও বলেন আপাতত ভয়ের কোনো কারণ নেই প্রয়োজনীয় চিকিৎসা এবং বিশ্রাম নিলেই রুগী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Không có bình luận nào được tìm thấy