close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ ডাকাত..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
****

মোহাম্মদ জামশেদ আলম,

সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২২ জুন ২০২৫ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল সীতাকুণ্ড মডেল থানাধীন সলিমপুর ইউনিয়নের লিংক রোডে মেসার্স বেঙ্গল ব্রিকস ইন্ডাস্ট্রির সামনে অভিযান চালায়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো:
১) নুর মোহাম্মদ ওরফে মানিক (পিতা: মো. ইউনুস, গ্রাম: চরকলমী, কোম্পানীগঞ্জ, নোয়াখালী),
২) আরিফ হোসেন (পিতা: আব্দুল মান্নান, গ্রাম: ফুলতলা, সীতাকুণ্ড),
৩) মো. রবিউল হোসেন (পিতা: মঞ্জুর আলম, গ্রাম: মদনহাট, সীতাকুণ্ড)।
তাদের কাছ থেকে একটি বড় কাটার, দুটি রামদা, দুটি লোহার পাইপ ও একটি স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

অভিযানের সময় আরও ১২-১৩ জন সহযোগী পাহাড়ের দিকে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা সীতাকুণ্ড এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল।
ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানায় মামলা নম্বর ২২, তারিখ ২৩/৬/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পালিয়ে যাওয়া অপর আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

Tidak ada komentar yang ditemukan