close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে মহাসমাবেশ..

Juwel Hossain avatar   
Juwel Hossain
****

নিজস্ব প্রতিবেদকঃ ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিরাজগঞ্জেও পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে কাঠেরপুল এলাকায় এসে মহাসমাবেশে যোগ দেন। সকাল সাড়ে ১০টা থেকে চলমান এই মহাসমাবেশ রিপোর্টটি লেখা পর্যন্ত চলছে।

‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সড়কে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তব্য রাখেন কারিগরি ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি রাউফুল হাসান লাবীব, তানভীর আলম মুগ্ধসহ অনেকেই। মহাসমাবেশে শিক্ষার্থীর প্রতিনিধি রাজিতা খাতুন বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলোকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।

মহাসমাবেশ চলাকালে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রহমতগঞ্জ এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে আছে। এতে কিছুটা যানজট সৃষ্টি হলেও পাশের আরেক রাস্তা দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে- ৩০ শতাংশ কোটা বাতিল, কারিগরি পদে শুধু কারিগরি ডিগ্রিধারীদের নিয়োগ, বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রাথমিক বিদ্যালয়ে আবেদন অনুমোদন, প্রাইভেট সেক্টরে ন্যূনতম বেতন নির্ধারণ এবং অকারিগরী নিয়োগ বন্ধ।

Ingen kommentarer fundet