সিরাজগঞ্জে অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ..

Juwel Hossain avatar   
Juwel Hossain
বুধবার (২১ মে) বিকেলে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।..

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪–২০২৫ এর আওতায় অনুর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং সনদপত্র ও ক্রীড়া পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেলে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং পাইকপাড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বালক বিভাগে ৪০ জন এবং বালিকা বিভাগে ৪০ জনসহ মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ক্রীড়া পোশাক তুলে দেন অতিথিবৃন্দ।

No comments found


News Card Generator