close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসচাপায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত, আহত ৪

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর সদর উপজেলার মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় বাসচাপায়
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর সদর উপজেলার মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। নিহত ও আহতদের পরিচয় নিহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী সুমনা বেগম (৩৫)। তবে, আরেকজন নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের রঙ্গিলা বেগম (৬০), নুরুল ইসলাম (৪৬), জুবায়দা খাতুন (২৭) এবং সাত বছর বয়সী শিশু রাইসা মনি। তাদের চিকিৎসার জন্য দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের ভাষ্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফয়সাল আহম্মেদ জানান, দুর্ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের স্বজনদের বরাতে তিনি জানান, ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের বক্তব্য বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় একটি অজ্ঞাত বাস ৭ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে চালকসহ ভ্যানের সব যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি পুলিশ দুর্ঘটনাকবলিত অটোভ্যানটি উদ্ধার করেছে এবং ঘাতক বাসের সন্ধানে তদন্ত শুরু করেছে। তবে বাসটির নম্বর প্লেট বা চালকের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও স্থানীয়দের মধ্যে। সড়কে নিরাপত্তার দাবি প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি এবং চালকদের অসতর্কতা প্রায়শই এমন মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত প্রাণহানি রোধ করা যায়। এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং পুলিশ নিহত ও আহতদের পরিবারকে যথাযথ আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
Nenhum comentário encontrado