close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সিরাজগঞ্জে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে লুটপাট

Juwel Hossain avatar   
Juwel Hossain
এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের তিন সদস্যকে অচেতন করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে। ভুক্তভোগীরা হলেন স্থানীয় তাঁত ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০), মেয়ে রাকা খাতুন (১৪)।

১৭ই জুন (মঙ্গলবার) সকালে স্থানীয়রা তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনজনকে চেতনানাশক কোন কিছু দিয়ে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে। ঘরের ভেতরের আসবাব ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। তবে কেউ পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনও লুট হওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে। 

ভুক্তভোগী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, সকালে সবাই অচেতন অবস্থায় স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো জ্ঞান ফেরেনি। 

এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা এখনো অচেতন থাকায় কী কী মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে আমরা জানালার গ্রিল কাটা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments found


News Card Generator