সিরাজগঞ্জে বিএনপির জেলা ও রায়গঞ্জ উপজেলা কমিটির ১৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগে। এদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক এনামুল হক স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানীর (রহ.) মাজার জিয়ারতের সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্লোগান প্রদান করেন। এই স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এটি দলে ক্ষতিকর প্রভাব ফেলেছে। তাই সংশ্লিষ্ট নেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন জেলা বিএনপির বিভিন্ন পদে থাকা সাবেক নেতা ও উপদেষ্টাগণ। এর মধ্যে রয়েছেন দুলাল হোসেন, শামসুল ইসলাম, আয়নুল হক, কামাল হোসেন, আমিনুল বারী, আবদুল বাতেন, রহিত মান্নান, খায়রুল ইসলাম, আবদুল কুদ্দুস, হাতেম আলী, রাশেদুল ইসলাম, রুম বাদশা ও আবদুল হাশেম।
জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিত মান্নান বলেন, মাজার জিয়ারতের সময় সেখানে জামায়াতের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। স্লোগানের উৎস বা দেয়ার দায়িত্ব কারো নয় জানা নেই। অভিযোগ উঠার পর তারা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছিলেন এবং কারণ দর্শানোর জবাবও দাখিল করেছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপির শৃঙ্খলা অক্ষুন্ন রাখার চেষ্টা চলছে। দলের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা রক্ষার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।