নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ, কুমিল্লা ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়নের নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে অটোরিকশার ধাক্কায় শিশু শ্রেণির শিক্ষার্থী নুরাইয়া খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত নুরাইয়া উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মো. ফিরোজ হোসেনের বড় মেয়ে।
কুমিল্লা : বরুড়ায় গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে জিসান (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো দুজন। গতকাল বুধবার দুপুর দেড়টায় উপজেলার পশ্চিম বরুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে আনসারুল (৬৫) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
গতকাল বুধবার সকাল সোয়া ৫টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক মহাসড়কে উপজেলার টেপিরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।