সিরাজগঞ্জ বি.এল স্কুল ‘প্রলয়-২৬’ ব্যাচের আয়োজনে মিলনমেলা..

Rakibul Islam avatar   
Rakibul Islam
মোস্তোফা জামান বলেন, শিক্ষাজীবনের স্মৃতি আজীবন মানুষের প্রেরণার উৎস হয়ে থাকে। প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ বিদ্যালয়ের ঐতিহ্য ও বন্ধনকে আরও সুদৃঢ় করে।..

সিরাজগঞ্জ বি.এল উচ্চ বিদ্যালয়ের ‘প্রলয়-২৬’ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.এল স্কুল এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, শিক্ষাজীবনের স্মৃতি আজীবন মানুষের প্রেরণার উৎস হয়ে থাকে। প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ বিদ্যালয়ের ঐতিহ্য ও বন্ধনকে আরও সুদৃঢ় করে।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা। আয়োজনের অংশ হিসেবে স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও বন্ধন দৃঢ় করার নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ভবিষ্যতেও এমন ব্যাচভিত্তিক ও সম্মিলিত উদ্যোগ অব্যাহত রেখে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator