সিঙ্গাপুরে পৌঁছেছেন ওসমান হাদি, জেনারেল হাসপাতালে চলছে পরীক্ষা-নিরীক্ষা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়।..

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটার (Seletar) এয়ারপোর্টে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।

যাত্রার বিবরণ এর আগে সোমবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হয়। যাত্রাপথে তার সঙ্গে ছিলেন ভাই আবু বকর সিদ্দিক। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান।

চিকিৎসা ও তদারকি ডা. সাইদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারির জন্য অন্যতম সেরা কেন্দ্র। তিনি নিশ্চিত করেন যে, হাদিকে সেখানে পাঠানোর আগে সেখানকার চিকিৎসক দলের সঙ্গে টেলিকনফারেন্সে কথা বলা হয়েছে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন তার চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক তদারকি করবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। গুলিটি তার মস্তিষ্ক ভেদ করে বেরিয়ে যায়, যা তাকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঠেলে দেয়।

Aucun commentaire trouvé


News Card Generator