কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন থেমে থেমে চলছে গুলিবিনিময়। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা (LoC) সংলগ্ন গ্রামগুলো, যেমন সালত্রী, হয়ে উঠেছে রণক্ষেত্রের মতো। আতঙ্কিত ভারতীয় গ্রামবাসীরা এখন জীবন রক্ষার জন্য তৈরি করছে বিশেষ বাঙ্কার, যাকে তারা ‘মোদি বাঙ্কার’ নামে ডাকছে।
এই বাঙ্কারগুলো প্রথম নির্মিত হয় নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদকালে, মূলত সীমান্তবর্তী সাধারণ মানুষদের নিরাপদ আশ্রয় দিতে। ভূগর্ভস্থ এসব কক্ষ পাথর ও শক্তপোক্ত কংক্রিট দিয়ে নির্মিত, যা গোলাগুলির আঘাত সহ্য করতে সক্ষম।
২২ এপ্রিলের জঙ্গি হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এর জবাবে ভারত নানা প্রতিক্রিয়া নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি বাতিলের উদ্যোগও রয়েছে। পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে পাকিস্তানও। ফলে দু'দেশের মধ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দুই প্রতিবেশী দেশের এমন উত্তপ্ত অবস্থান দক্ষিণ এশিয়ার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। দুই পক্ষের কোনো দিক থেকেই উত্তেজনা প্রশমনের ইঙ্গিত না মেলায় আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।



















