সীমান্ত দিয়ে চামড়া পাচারের কোন সম্ভাবনা নেই: জয়পুরহাটে বাণিজ্য উপদেষ্টা..

Abu Raihan avatar   
Abu Raihan
****

চামড়ার মূল্য বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা ও পদক্ষেপ নিয়েছে। চামড়া রপ্তানির জন্য তিন মাস ওপেন করে দিয়েছে। এর ফলে একটা চাহিদা সৃষ্টি হবে। সরকারের উদ্যোগের সাথে সম্পৃক্ত না হয়ে সমস্ত দ্বায় যদি ড. ইউনুসকে দেওয়া হয়, তিনি সব চামড়া কিনে নিবেন, তাহলে এটা জুলুম হয়ে যাচ্ছে। বাস্তবতা স্বীকার করতে হবে। এছাড়া বিজিবির কড়া নজরদারিতে সীমান্ত দিয়ে চামড়া পাচারের কোন সম্ভাবনা নেই।

মঙ্গলবার (১০ জুন) বিকালে জয়পুরহাটের বিভিন্ন এলাকার কোরবানীর পশুর কাঁচা চামড়ার গুদাম ও মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল ও জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি আবু বক্কর সিদ্দিক শামিমসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator