সিলেটে আবারও বন্যার আবাস।

ছাইম ইবনে আব্বাস  avatar   
ছাইম ইবনে আব্বাস
সিলেট বিভাগে বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সাইট আবহাওয়া.কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।..

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পূর্বাভাসে তিনি জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলার ওপর নিয়মিত বৃষ্টিপাতের আভাস মিলেছে বিভিন্ন আবহাওয়া মডেলে।


এ পরিস্থিতিতে সিলেট বিভাগের হাওড় এলাকার বিলগুলো আগামী ১৫ দিনের মধ্যে পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ধান ফসল রক্ষায় ২০ মের মধ্যে অবশিষ্ট ফসল কেটে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।

আবহাওয়াবিদ পলাশের মতে, টানা বৃষ্টির কারণে নদনদীর পানি দ্রুত বাড়তে পারে, যা নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করবে। কৃষকদের প্রতি তিনি দ্রুত ধান কাটার আহ্বান জানিয়েছেন।

没有找到评论


News Card Generator