close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সিলেট দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি..

Shojol Ahmed avatar   
Shojol Ahmed
দোয়ারাবাজারের খাসিয়ামারা নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।..

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর পাড় কেটে অবৈধ, বেআইনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচী বাস্তবায়ন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এখানে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় বৃহত্তর লক্ষিপুর বাজার,

জিরারগাঁও,বক্তারপুর, লক্ষিপুর, ভাঙ্গা পাড়া, মাঠ গাঁও, ইদ্রিসপুর,নোয়াপাড়া,মিরপুরসহ ৮ টি গ্রাম হুমকির মুখে পড়েছে।

সোমবার(২ জুন) বিকালে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর তীরবর্তী লিয়াকতগঞ্জ বাংলাবাজারে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ‘গ্রাম বাচাঁও, ড্রেজার হঠাও, সড়ক বাচাঁও’ এই স্লোগানে খাসিয়ামারা নদীর তীরে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

এসময় বক্তারা বলেন,জেলা প্রশাসকের কার্যালয় হতে খাসিয়ামারা নদীর বালু মহলের ইজারা প্রদান করা হয়। ইজারা প্রদানের পর থেকে ক্ষমতার দাপট দেখিয়ে নিয়মবহির্ভূত ভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীর তীর কেটে বালু উত্তোলন করছে ইজারাদার। সরকারি নীতিমালার বাহিরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে খাসিয়ামারা নদীর তীরবর্তী গ্রামগুলোর পাড় কেটে বালু উত্তোলন চলছে বেপরোয়া ভাবে । এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। 

মানববন্ধনে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন,ইজারাবহির্ভূত এলাকা হতে বালু উত্তোলন বন্ধে স্থানীয়রা একাধিকবার বাধা নিষেধ করলেও ইজারাদার তা আমলে নেয়নি। 

মানবন্ধনে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক হারুন অর রশীদ, লিয়াকতগঞ্জ বাংলাবাজার পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদ আলম,ইউপি সদস্য ওমর গনি,তাজুল ইসলাম, রাসেল মিয়া,কাউসার আলম,জামাল হোসেন,নাছির উদ্দিন, নুরুল আমিন,নাছির উদ্দিন, কামাল হোসেন,শাহআলম,

শফিকুল ইসলাম,আনোয়ার হোসেন,মনির হোসেন,হোসেম আলী,ইব্রাহীম আলী।

এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন,

 ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন নিয়মবহির্ভূত। বালু মহাল ইজারা নীতিমালার বাহিরে গিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। এলাকা রক্ষার্থে

স্থানীয়দের সহযোগিতা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

कोई टिप्पणी नहीं मिली