আলোচিত মুখ শরিফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল প্রয়াণে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার বিকেলে তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশে রওনা হবে।
চিকিৎসক ডা. আব্দুল আহাদ নিশ্চিত করেছেন যে, হাদির মরদেহ বহনকারী বিমানটি সিঙ্গাপুর সময় বিকেল ৩টা ৫০ মিনিটে যাত্রা করবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে সকালে সিঙ্গাপুরের আঙুলিয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দেশের মাটিতে দ্বিতীয় জানাজা শেষে আগামীকাল শনিবার তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।



















