close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শুক্রবার ছুটিতেও পরিচ্ছন্নতায় মাঠে ইউএনও হাসান আব্দুল্লাহ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ব্যতিক্রমধর্মী এক দৃষ্টান্ত স্থাপন করলেন। দীর্ঘদিন যাবৎ ভালুকা সরকারি কলেজ গেইটের দক্ষিণ পাশে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ পরিষ্কারে তিনি নিজেই উদ্যোগ নিয়ে মাঠে নেমে পড়েন।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সপ্তাহের ছুটির দিন হলেও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ব্যতিক্রমধর্মী এক দৃষ্টান্ত স্থাপন করলেন। দীর্ঘদিন যাবৎ ভালুকা সরকারি কলেজ গেইটের দক্ষিণ পাশে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ পরিষ্কারে তিনি নিজেই উদ্যোগ নিয়ে মাঠে নেমে পড়েন।

জানা যায়, ভালুকা ডিগ্রি কলেজ সংলগ্ন ওই এলাকাটি বহুদিন ধরেই অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। এলাকাবাসী ও শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক ধরনের দৃষ্টিকটু ও দুর্গন্ধময় দুর্ভোগ। বিষয়টি নজরে আসার পর ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার সকাল থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। শুধু নির্দেশনা দিয়েই থেমে থাকেননি, নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে সক্রিয় অংশগ্রহণ করেন।

এ সময় তাকে ঘিরে উপস্থিত সাধারণ জনগণ, শিক্ষার্থী এবং পথচারীরা অবাক বিস্ময়ে বলেন, “ভালুকায় এর আগে এমন ইউএনও আমরা কখনও দেখিনি। উনি শুধু দায়িত্বই পালন করছেন না, বরং নিজেই মাঠে নেমে আমাদের সমস্যার সমাধানে কাজ করছেন। এটি আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা এবং গর্বের বিষয়।”

এলাকাবাসী আরও জানান, ইউএনও বরাবরই ভালুকার উন্নয়ন, পরিচ্ছন্নতা ও সুশাসন রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তার কর্মতৎপরতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল আচরণে আজ ভালুকা প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় হয়েছে।

অনেকে মনে করেন, এই উদ্যোগ শুধু একটি জায়গা পরিষ্কার করাই নয়, বরং এটি সমাজে সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ বার্তা "পরিবর্তন চাইলে নিজেকেই আগে এগিয়ে আসতে হবে।"

Комментариев нет