আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এক বছর মেয়াদি এ প্রকল্পটি শুরু হবে চলতি বছরের জুন মাসে। এতে ব্যয় হবে ৩১৭ কোটি টাকা।সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব তথ্য জানান।তিনি বলেন, “অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ।”খাল খনন ও পরিষ্কারের কাজে স্থানীয়দের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,
“খাল রক্ষা শুধু সরকারের একার কাজ নয়, এলাকাবাসীকেও দায়িত্বশীল হতে হবে।”
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			